সোমালি জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ ২৩ নাবিকসহ দেশের জলসীমায় প্রবেশ করেছে। জাহাজটি আজ সোমবার সন্ধ্যার দিকে কুতুবদিয়া পৌঁছাবে বলে জানা গেছে। আমিরাত থেকে আনা চুনাপাথর খালাসের পর এটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেবে। জাহাজে থাকা নাবিক নুর উদ্দিন জানান, আমরা এখন বঙ্গোপসাগরে।
আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুতুবদিয়ায় পৌঁছাব। সেখানে আমাদের সঙ্গে চুনাপাথর আনলোড করে জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়বে। জাহাজের মালিক কবির গ্রুপের মিডিয়া এডভাইজার মিজানুল ইসলাম বলেন, এমভি আব্দুল্লাহ গতকাল রবিবার দেশের জলসীমায় প্রবেশ করেছে।
আজ জাহাজটি কুতুবদিয়া পৌঁছাবে। সেখানে জাহাজে থাকা চুনাপাথর খালাসের জন্য দুইদিন অবস্থান করবে। এরপর জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের উদ্দেশে রওনা দেবে। সেখানে বাকি মালামাল খালাস করা হবে।’ তিনি আরো বলেন, ‘জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছালে তাদের গণমাধ্যমের মুখোমুখি করা হবে। তারা সাংবাদিকদের সঙ্গে তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন।
আমরা এবং নাবিকদের পরিবার তাদের রিসিভ করবো। প্রসঙ্গত, গত ১২ মার্চ সোমালিয়ার জলদস্যুরা ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ এমভি আব্দুল্লাহ জাহাজকে জিম্মি করে। অনেক দেন-দরবারের পর বড় অঙ্কের মুক্তিপণ নিয়ে দস্যুরা ১৪ এপ্রিল জাহাজটি ছেড়ে দেয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন