বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা জেলার আওতাধীন সকল ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার, ১৯ আগষ্ট, ২০২৫, মহিলা দলের ঢাকা জেলা সভাপতি শামিমা রাহিম শীলা এবং সাধারণ সম্পাদক সুলতানা খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিলুপ্ত কমিটির মধ্যে রয়েছে সকল উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড শাখার কমিটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই নতুন কমিটি গঠনের জন্য থানা ও ওয়ার্ড পর্যায়ে সম্মেলন ও কর্মী সম্মেলনের কাজ শুরু হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন