আগামী ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে। কোনো ব্যক্তির কাছে এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ রক্ষিত থাকলে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে যৌথ অভিযান চালানো হবে। বিষয়টি নিশ্চত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসারের সাক্ষরিত এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই দেশে তৈরি হয় অরাজক পরিস্থিতি। বিভিন্ন থানা লুটের ঘটনা ঘটে। নিয়ে যাওয়া হয় আগ্নেয়াস্ত্র।
এরমাঝে কিছু অস্ত্র উদ্ধারও হয়েছে। তবে, এখনও অনেক আগ্নেয়াস্ত্র রয়ে গেছে বাইরে। যা যে কোনো সময় আইন-শৃঙ্খলা অবনতির কারণ হতে পারে। বিভিন্ন সূত্রেরর খবর, যৌথ বাহিনীর অভিযানে লুট হওয়া অস্ত্র যেমন উদ্ধারে গুরুত্ব দেয়া হবে, তেমনি ছাত্র আন্দোলনের সময় ব্যবহৃত অবৈধ অস্ত্রেরও সন্ধান করা হবে। কারা এসব অস্ত্রের যোগানদাতা, খোঁজা হবে তাদেরও।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন