কোটা আন্দোলনে সংঘর্ষে আহতদের দেখতে ঢাকা মেডিক্যালে প্রধানমন্ত্রী

কোটা আন্দোলনে সংঘর্ষে আহতদের দেখতে ঢাকা মেডিক্যালে প্রধানমন্ত্রী
আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হওয়া ব্যক্তিদের অনেকে  হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতালে তাদের দেখতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সম্প্রতি শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সময় দেশব্যাপী নৈরাজ্য, নাশকতা ও সহিংসতায় আহতদের হাসপাতালে দেখতে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান সরকারপ্রধান। তিনি বিকাল সাড়ে ৪টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি ইউনিটে যান এবং হামলা ও নৃশংসতায় আহত হয়ে সেখানে চিকিৎসাধীনদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় আহতদের স্বজনকে বুকে জড়িয়ে নেন এবং সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা এবং স্থানীয় (ঢাকা-৮ আসন) সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকালে সহিংসতার সময় অগ্নিসংযোগ ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর অবস্থা দেখতে রাজধানীর মিরপুর-১০ এ মেট্রোরেল স্টেশন এবং আজ সকালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শন করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password