বেনাপোলে দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলনমেলা

বেনাপোলে দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলনমেলা
MostPlay

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দেশের বাংলা ভাষাভাষীদের মিলনমেলায় পরিণত হয় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের নো-ম্যানস ল্যান্ড। বুধবার (২১ ফেব্রুয়ারি) নো-ম্যানস ল্যান্ডে নির্মিত অস্থায়ী বেদিতে সকাল সাড়ে ১০টায় ভারত ও বাংলাদেশের ভাষাপ্রেমীরা যৌথভাবে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

এতে ভারতের হয়ে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ বনগাঁও অঞ্চলের এমএলএ শ্রী নারায়ণ গোস্বামী ও বাংলাদেশের হয়ে যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

ভারতের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এমএলএ শ্রী নারায়ণ গোস্বামী, উওর ২৪ পরগনা জেলা পরিষদের সভাপতি শ্রীমতী বীনা মন্ডল, সাবেক বিধায়ক মমতা ঠাকুর, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী ইলাবাচ্চী, সাবেক বিধায়ক শ্রী সুরজিৎ বিশ্বাস, সাবেক বিধায়ক শ্রী বিশ্বজিত দাস, হাবড়া পৌরসভার মেয়র শ্রী নারায়ণ সাহা প্রমুখ।

বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানান, যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী, বেনাপোল পৌরসভার মেয়র নাসির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম,শার্শা থানার ওসি শেখ মোঃ মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার (ওসি) সুমন ভক্ত, চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি কামরুজ্জামান বিশ্বাস,বিজিবির আইসিপি ক্যাম্পের কমান্ডার মিজানুর রহমান, শার্শা থানা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন প্রমুখ। এ ছাড়া সর্বস্তরের জনগণ এতে অংশ নেন। পরে দুই দেশের জনগণের জন্য উভয় দেশ থেকে মিষ্টি পাঠানো হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password