রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন-ভাঙচুর, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন-ভাঙচুর, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপি-জামায়াতের ডাকে সারাদেশে চলছে সকাল-সন্ধ্যা হরতাল। দিনের শুরুতে তেমন প্রভাব না থাকলেও বেলা বাড়ার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন, ভাঙচুর, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এখন পর্যন্ত ধোলাইখাল, মাতুয়াইল, গাবতলী ও উত্তরায় সংঘর্ষের খবর জানা গেছে। এদিকে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। হরতালের দিন সকালেই উত্তপ্ত হয়ে ওঠে নারায়ণগঞ্জের চাষাড়া।

বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করলে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে বেধে যায় সংঘর্ষ। চলে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া। পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইটপাটকেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় আহত হয়েছে অন্তত ১০ জন। এছাড়া আড়াইহাজারেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।

নারায়ণগঞ্জের ভুইঘরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ওঠার পর বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এতে বাধা দেয় পুলিশ। এ সময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় কয়েকজনকে আটকের দাবি করেছে বিএনপি। জেলার মিশনপাড়া এলাকায়ও একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এছাড়া রংপুরের বদরগঞ্জেও হরতাল সমর্থকদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিতা সিনেমাহল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে হরতাল সমর্থনে বের হওয়া মিছিল পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় ধাওয়া দিয়ে এবং টিয়ারশেল ছুড়ে তা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এছাড়া মিছিল হয়েছে চৌদ্দগ্রাম ও দেবিদ্বারেও।

লক্ষ্মীপুরের ইটেরপুল এলাকায় মিছিল বের করে বিএনপি। গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে তারা। এছাড়া জকসিন ও মান্দারীসহ জেলার বিভিন্ন স্থানেও হরতাল সমর্থনে মিছিল করেছে বিএনপি।

ফরিদপুরের ভাঙ্গায় একটি ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ঘটনায় নাশকতার অভিযোগে ৩৭ জন আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এছাড়া গাজীপুরের হোতাবাড়িতেও কাভার্ডভ্যানে আগুন দেয়ার খবর পাওয়া গেছে। বাস পোড়ানা হয়েছে মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কেও। এছাড়া যশোর, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password