আগামীকাল (৭ অক্টোবর) শনিবার সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশনের জন্য আত্রাইয়ের বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হবে । সকাল ৯টা হতে বেলা ২টা পর্যন্ত এ চিকিৎসা সেবা প্রদান করা হবে। চক্ষু শিবিরে মিচুয়্যাল ট্রাস্ট ব্যাংক ফাউন্ডেশন গুলশান ঢাকার আর্থিক সহযোগিতায় ও ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট এবং হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনায় অসহায় ও দরিদ্র মানুষসহ সর্বস্তরের মানুষের চক্ষু চিকিৎসা দেওয়া হবে। সম্পূর্ণ ফ্রিতে চক্ষু চিকিৎসা, চশমা, ঔষধ আর ছানি পরা রোগীদের বিনামূল্যে বিদেশি লেন্স, ঔষধ,কালো চশমা ও যাতায়াত, খাওয়া ও থাকা ফ্রি প্রদান করা হবে।