আগামীকাল (৭ অক্টোবর) শনিবার সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশনের জন্য আত্রাইয়ের বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হবে । সকাল ৯টা হতে বেলা ২টা পর্যন্ত এ চিকিৎসা সেবা প্রদান করা হবে। চক্ষু শিবিরে মিচুয়্যাল ট্রাস্ট ব্যাংক ফাউন্ডেশন গুলশান ঢাকার আর্থিক সহযোগিতায় ও ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট এবং হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনায় অসহায় ও দরিদ্র মানুষসহ সর্বস্তরের মানুষের চক্ষু চিকিৎসা দেওয়া হবে। সম্পূর্ণ ফ্রিতে চক্ষু চিকিৎসা, চশমা, ঔষধ আর ছানি পরা রোগীদের বিনামূল্যে বিদেশি লেন্স, ঔষধ,কালো চশমা ও যাতায়াত, খাওয়া ও থাকা ফ্রি প্রদান করা হবে। এ চক্ষু শিবিরে পরীক্ষার পর যাদের অপারেশন প্রয়োজন তাদের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট এবং হাসপাতালে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে এবং বিনা মূল্যে বিদেশী লেন্স স্থাপন করা হবে। চক্ষু ক্যাম্পের দিনে ছানি অপারেশন যোগ্য রোগীদের নওগাঁ ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে। এজন্য তাদের বাড়ির মোবাইল ফোন নম্বর সাথে আনতে হবে। চক্ষু শিবিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন, এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সুধিজন উপস্থিত থাকবেন। আয়োজনে: প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র, ও প্রজন্মের মেলা। মিডিয়া পার্টনার প্রজন্মের আলো projonmer alo www.projonmeralo.com
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন