কালশীতে দুটি পুলিশবক্সে লুট ও আগুন, এখনো থমথমে পুরো মিরপুর

কালশীতে দুটি পুলিশবক্সে লুট ও আগুন, এখনো থমথমে পুরো মিরপুর

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে মিরপুর এলাকায়। বিভিন্ন পয়েন্টে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষেও জড়ায় রিকশা-চালকরা। চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে দিনভরই আতঙ্ক বিরাজ করে মিরপুরে। লম্বা সময় বন্ধ থাকে যান চলাচল। স্থানীয় সংসদ সদস্য ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা গিয়েও পরিস্থিতি শান্ত করতে ব্যর্থ হন।

চালকদের অভিযোগ, হুট করে ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্তে আয়ের উৎস বন্ধ হয়ে গেছে তাদের। এদিকে সংঘর্ষের সময় একজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল ভর্তি হয়েছেন বলে জানা গেছে। রাজধানীর মিরপুরের কালশীতে ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছেন আন্দোলনরত অটোরিকশা চালকরা।

রোববার (১৯ মে) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কালশী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশের বক্সে আগুন দেয়ার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান। গণমাধ্যমকে তিনি জানান, কালশীতে আন্দোলনকারীরা সহিংস আন্দোলন করছে। তারা কালশী মোড়ে অবস্থিত একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে।

সকাল থেকে মিরপুর-১০ এবং আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে রাজধানীতে অটোরিকশা চলাচলের নিষেধাজ্ঞা বাতিলের দাবি জানান চালকরা। পরে বিকেলে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে সংঘর্ষ বাধে। ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের পর বিক্ষোভকারীরা সরে যান। এরইমধ্যে দুপুর সোয়া ১টার দিকে অটোরিকশা চালকরা কালশী সড়কে যান চলাচল বন্ধ করে দেন।

এ সময় অনেকের হাতে লাঠি দেখা যায়। তারা গাড়ি ভাঙচুর করার চেষ্টা চালান। এক পর্যায়ে তারা সড়কে আগুন দেন। তাদের বাধায় কালশীতে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। এ সময় পুলিশ বক্সেও আগুন দেন আন্দোলনকারীরা। উল্লেখ্য, গত ১৫ মে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলতে না দেয়ার নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় সেতুমন্ত্রী বলেন, ঢাকায় কোনো ব্যাটারিচালিত রিকশা চালানো যাবে না। এ বিষয়ে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যেন না পারে, তা নিশ্চিত করতে হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password