চলতি মাসের বাকি সময়টা লেপ-ফ্যান-পাতলা কম্বলের শীত

চলতি মাসের বাকি সময়টা লেপ-ফ্যান-পাতলা কম্বলের শীত

শীতের আমেজ কাটিয়ে তাপমাত্রা এখন বাড়তির দিকে। আজ (মঙ্গলবার) দিনে অপরিবর্তিত থাকলে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী তিন দিনও তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে। এরপরে অবশ্য তাপমাত্রা ফের সামান্য কমতে পারে। তবে খুব বেশি কমে যাওয়া বা শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।

এভাবে তাপমাত্রা বাড়া-কমার মধ্য দিয়েই পেরোবে ফেব্রুয়ারি।তাপমাত্রায় খুব বেশি হ্রাস-বৃদ্ধির সম্ভাবনা না থাকায় চলতি মাসের বাকি সময়টাতে দেশের বিভিন্ন অঞ্চলে কখনও লেপ, কখনও পাতলা কম্বল বা কাঁথা ব্যবহারের প্রয়োজন হতে পারে। আবার ঢাকাসহ কোথাও কোথাও মাঝেমধ্যে ফ্যানও ছাড়তে হতে পারে।আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস মঙ্গলবার জাগো নিউজকে বলেন, ‘আগামী তিন দিন তাপমাত্রা বাড়বে। তারপরে তাপমাত্রা একটু কমার সম্ভাবনা আছে। তবে শৈত্যপ্রবাহের আর কোনো সম্ভাবনা নেই। 

মানে আপ-ডাউন করবে আর কী।’তিনি আরও বলেন, ‘উত্তরাঞ্চলে এখনও লেপ ব্যবহারের মতো শীত আছে। মধ্যরাতের পরে শীত পড়ে। যেমন এখন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি কিন্তু রংপুর অঞ্চলে ১১ থেকে ১৩ ডিগ্রি। আগামী দুদিনে যে তাপমাত্রা বাড়বে তখন ১৮-১৯ ডিগ্রিতে চলে যাবে। তখন কাঁথা বা পাতলা কম্বলের শীত চলে আসবে। আবার এখন যেমন ঢাকাতে ক্ষেত্র বিশেষে ফ্যান চালাতে হয় বা সামনে হবে।

দেশের বিভিন্ন অঞ্চলে শীতের মাত্রা বিভিন্ন রকম থাকবে। এ মাসে কোথাও পাতলা কম্বল, কোথাও লেপ, আবার কোথাও ফ্যান চলবে। রাতের বেলা শীত থাকবে, তবে প্রখর হবে না।’এদিকে, আজ সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password