কেস খেলবা আসো, যেটা খেলার মন চায় সেটাই খেলোঃ ডিপজল

কেস খেলবা আসো, যেটা খেলার মন চায় সেটাই খেলোঃ ডিপজল

দন্ধ যেন ছাড়ছেই না চলচ্চিত্র অঙ্গন থেকে নির্বাচনে জয়ী নতুন প্যানেলকে ফুলের মালা দিয়ে সাবেক পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ বরন করলেও। কিছু দিন না যেতেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন এই অভিনেত্রী।  রিটে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে। নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। ডিপজল নিপুণের উদ্দেশ্যে বলেন, ‘কেস খেলবা আসো।  যেটা খেলার মন চায় সেটাই খেলো। আমরা চাই ভদ্রতা ও নম্রতা। আমরা চাই চলচ্চিত্রকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেদিকে কাজ করার। আমরা ঝামেলা চাই না।’

গনমাধ্যমের এক সাক্ষাৎকারে মনোয়ার হোসেন ডিপজলকে ‘অশিক্ষিত’ বলে মন্তব্য করেন অভিনেত্রী নিপুণ। নিপুণের এমন কটাক্ষের জবাবে ডিপজল বলেন, ‘সে তো বাপকেই অস্বীকার করে। রক্তের সমস্যা না হলে এমন বলতে পারে না। কারণ, ও (নিপুণ) যাকে দিয়ে চলচ্চিত্র চিনেছে তাকেই ভুলে গেছে, অস্বীকার করছে।’

>এদিকে, আজ (১৬ মে) নিপুণ সমর্থিত শতাধিক শিল্পীরা মিশা-ডিপজলকে সংবর্ধনা দিয়েছেন। এসময় তাদের উদ্দেশ্য ডিপজল বলেন, ‘আমরা কাউকে আলাদা করতে চাইনি। আমি আগেও বলেছি, এখনো বলছি— যারা একদিনের জন্য সদস্য হয়েছেন। কিন্তু বাদ পড়েছেন তারা সদস্যপদ ফিরে পাবেন। যেহেতু নির্বাচিত হয়েছি, এখন তাদের সদস্যপদ ফিরিয়ে দেব। বিগত দিনে যারা ভুল করেছেন, তাদের আমরা ক্ষমার দৃষ্টিতে দেখছি, আপনারাও দেখবেন। পেছনে ফিরে তাকানোর সময় নেই। কীভাবে চলচ্চিত্রের উন্নয়ন করা যায়, সেভাবে কাজ করতে হবে।’

মন্তব্যসমূহ (০)


Lost Password