হাসপাতালে ভর্তি বলিউডের আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রাখির হৃৎপিণ্ডে কিছু সমস্যা ধরে পড়েছে। মঙ্গলবার (১৪ মে) শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় রাখিকে। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি প্রকাশ হয়েছে রাখির।
রাখির যে ছবিটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় সংজ্ঞাহীন অবস্থায় বিছানায় শুয়ে আছেন। তার এক আঙুলে অক্সিমিটার এবং অন্য হাতে স্যালাইনের নল লাগানো। হাসপাতালে রাখির ছবি দেখে শুরুতে অনেকেই মনে করেছিলেন হয়তো শিরোনামে আসার জন্য এটাও তার নতুন কোনো ফন্দি।
তবে জানা গেছে, সত্যিই অসুস্থ রাখি। সাম্প্রতিক সময়ে একের পর এক কর্মকাণ্ডে নিয়মিত খবরের শিরোনামে থাকেন রাখি। গত বছর জুলাই মাসে আদিলকে বিয়ে করেন অভিনেত্রী। আদিলের সঙ্গে সংসার শুরু করার জন্য মুসলিম ধর্মও গ্রহণ করেন রাখি। কিন্তু বছর ঘোরার আগেই আদিল ও রাখির সংসারে অশান্তি শুরু হয়। এক বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাখি আদিলের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন। জানান, তার জন্য নয়, নিজের ইরানি প্রেমিকার জন্যই ছয় মাস জেলে ছিলেন আদিল।
রাখির অভিযোগ, ভায়গ্রা জাতীয় ওষুধ খান আদিল। যার প্রভাব চার ঘণ্টা পর্যন্ত থাকে। পুলিশও সেই ওষুধ পেয়েছে। ওষুধ খাওয়ার পর আদিলের অত্যাচার শুরু হতো রাখির ওপর। নিজের বাড়িতে ধর্ষণের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন রাখি। রাখির আরো অভিযোগ, মধুচন্দ্রিমাতেও আদিলের বিকৃত কামের শিকার হয়েছেন তিনি।
বাথরুমেও নাকি ছাড় পেতেন না। রাখি জানান, তার একাধিক নগ্ন ভিডিও আদিলের কাছে রয়েছে। এর পরই আবার সাংবাদিককে মোবাইল দেখিয়ে বলেন, ‘এই দেখুন ৪৭ লাখ টাকা ওর অ্যাকাউন্টে। এত্ত টাকায় নগ্ন ভিডিও বিক্রি করেছে আদিল।’ এদিকে রাখির এত অভিযোগের পর আদিল বলেছিলেন, ‘রাখির মতো নারীদের সঙ্গে কথা বলাও বিপজ্জনক।
সংবিধানে নারী সুরক্ষার যে আইন রয়েছে তা ব্যবহার করে যা খুশি তাই করতে পারে।’ আদিলের অভিযোগ, আগের স্বামী রীতেশ সিংকে ডিভোর্স না দিয়েই তাকে বিয়ে করেছিলেন রাখি। এমনকি ভিডিও কল সেশনে রাখি আদিলের নগ্ন ভিডিও শুট করেছিল বলেও অভিযোগ আনেন আদিল।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন