ক্যাফে রিওতে লটারীর মাধ্যমে কুমিল্লা বিল্ডার্সের জম জম টাওয়ারের ফ্লাট নির্ধারন

ক্যাফে রিওতে লটারীর মাধ্যমে কুমিল্লা বিল্ডার্সের জম জম টাওয়ারের ফ্লাট  নির্ধারন

বিশেষ প্রতিনিধি:

গতকাল শনিবার ধানমন্ডি দ্যা ক্যাফে রিও রেস্টুরেন্টে কুমিল্লা বিল্ডার্সের প্রজেক্ট  জম জম টাওয়ারের লটারীর মাধ্যমে শেয়ার ফ্লাট নির্ধারন করা হয়।

  ধানমন্ডির দ্যা ক্যাফে রিও রেস্টুরেন্টে জাঁকজমকপূর্ণ পরিবেশে ফ্লাট নির্ধারনী  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুমিল্লা বিল্ডার্সের পরিচালনা কমিটিসহ সকল সদস্য ও অতিথিরা উপস্থিত ছিলেন।  

পরিচালনা কমিটি ও প্রত্যেক শেয়ার সদস্যদের নিয়ে লটারীর মাধ্যমে জম জম টাওয়ার দশ তলা ভবনের ফ্লাট নির্ধারন করা হয়। 

কুমিল্লা বিল্ডার্সের পরিচালনা কমিটির সদস্য মাকসুদ আলম এসডু বলেন,  সকলের ঐক্য প্রচেষ্টায় কুমিল্লা বিল্ডার্সের অন্যতম প্রজেক্ট জম জম টাওয়ার আমরা গড়তে পেড়েছি।  লটারীর মাধ্যমে আজকে আমরা সকল শেয়ার সদস্যদের মাঝে ফ্লাট নির্ধারন করেছি। কুমিল্লা বিল্ডার্সের সাথে থাকায় আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। 

তিনি আরোও বলেন, ঢাকা শহরে ভাড়ার টাকায় বাড়ি একমাত্র কুমিল্লা বিল্ডার্সই দিচ্ছে।  আজ সকলের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কুমিল্লা বিল্ডার্স।  সুদ বিহীন সহজ কিস্তিতে বাড়ি করার নিশ্চিয়তা আমরাই দিয়ে থাকি।

মন্তব্যসমূহ (০)


Lost Password