বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির সমর্থনে বিক্ষোভ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। কোটা আন্দোলনকারীদের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির সমর্থনে সুপ্রিম কোট চত্বরে বিক্ষোভ করার চেষ্টা করেন বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীরা।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিল থেকে শিক্ষার্থীদের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। তবে বিক্ষোভ মিছিলটি হাইকোর্টের মাজারগেটে গেলে ফটকটি আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। বাধা সত্ত্বেও আইনজীবীরা মিছিল নিয়ে মাজারগেট অতিক্রম করার চেষ্টা করেন।
গেট বন্ধ করে দেওয়ায় পরে সেখানেই অবস্থান নেন বিক্ষোভকারী আইনজীবীরা। হাইকোর্টে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা বিক্ষোভে নেতৃত্ব দেন সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল প্রমুখ।
বিক্ষোভে দুই শতাধিক আইনজীবী অংশ নেন। এর আগে গত ৩০ জুলাই দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। সংগঠনটির সমন্বয়ক আব্দুল কাদেরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। যদিও অন্য ছয় সমন্বয়কারী এর আগে সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন