পিরোজপুর ১ আসনের এমপি শ ম রেজাউল করিম

পিরোজপুর ১ আসনের এমপি শ ম রেজাউল করিম

আসন্ন দ্বাদশ নির্বাচনে পিরোজপুর ১ আসেন জয় পেয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম তার বিরুদ্ধ প্রার্থী পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি এ কে এম আউয়াল ১০হাজার ভোটে হারিয়ে টানা দ্বিতীয় বার এমপি হলেন শ ম রেজাউল করিম তিনি তার উপজেলা নাজিরপুর থেকে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন।

পিরোজপুর এক আসনে মোট ভোট -

এ কে এম আউয়াল - ৭৫৪৮৬-

স্বতন্ত্র ইয়ার আলী রিপন - ৮৭৪-

তৃণমূল বিএনপি নজরুল ইসলাম - ১২৩৬-

জাতীয় পার্টি শ ম রেজাউল করিম - ৮৫৪১০- আওয়ামী লীগ

মন্তব্যসমূহ (০)


Lost Password