আমিরাতে ৫৭ বাংলাদেশিকে কারাদণ্ডে হিউম্যান রাইটস ওয়াচের নিন্দা

আমিরাতে ৫৭ বাংলাদেশিকে কারাদণ্ডে হিউম্যান রাইটস ওয়াচের নিন্দা

সংযুক্ত আরব আমিরাতে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশগ্রহণ করায় ৫৭ বাংলাদেশিকে 'নির্বিচারে দোষী সাব্যস্ত এবং কারাদণ্ড দেওয়ায়' গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।

বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের জেরে ৫৭ জন বাংলাদেশিকে কারাদণ্ডাদেশের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। খবর এএফপির।

মানবাধিকার সংগঠনটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করা এক প্রতিবেদনে বলেছে, সংযুক্ত আরব আমিরাতে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশগ্রহণের ভিত্তিতে কর্তৃপক্ষ ৫৭ জন বাংলাদেশি বিক্ষোভকারীকে নির্বিচারে আটক, দোষী সাব্যস্ত ও দীর্ঘমেয়াদে কারাদণ্ড দিয়েছে। দ্রুত বিচারিক প্রক্রিয়া অনুসরণ করে ১০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। এর ফলে ন্যায্যতা এবং বিচারের যথাযথ প্রক্রিয়া সম্পর্কে গুরুতর উদ্বেগ রয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচ বলছে, তারা টিকটক এবং এক্স-এ পোস্ট করা বিক্ষোভের ছয়টি ভিডিও যাচাই করেছে। ভিডিওতে দেখা যায়, আবুধাবি, আজমান এবং দুবাইয়ের দুটি এলাকা আল সাতওয়া ও দুবাইয়ের রাস্তায় শান্তিপূর্ণ বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছে এবং মিছিল করছে।

এই ভিডিও এবং হিউম্যান রাইটস ওয়াচের অন্যান্য ভিডিও বিশ্লেষণ করে দেখা যায়, বিক্ষোভকারীদের কেউই সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিল না। তারা তাদের স্লোগানেও সহিংসতা উস্কে দেওয়ার মতো কোনো ভাষা ব্যবহার করেনি। হিউম্যান রাইটস ওয়াচের সংযুক্ত আরব আমিরাতের গবেষক জোয়ি শিয়া বলেন, ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে রায় ঘোষণার পর আসামিদের সুষ্ঠু বিচার পাওয়ার কোনো উপায় নেই।

এই শাস্তি কেবল ন্যায়বিচারকে উপহাস করে। আমিরাতি কর্তৃপক্ষের উচিত সংহতি জানিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার জন্য দণ্ডিত সবাইকে অবিলম্বে মুক্তি দেওয়া। তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত সহনশীলতা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং বোঝাপড়ার নীতি বজায় রাখার দাবি করে। তবে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী বাসিন্দাদের নির্বিচারে আটক এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা এই নীতিগুলির ভয়াবহ লঙ্ঘনের ইঙ্গিত দেয়।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বেশিরভাগ বাংলাদেশি নাগরিক ছাত্র আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে একাধিক স্থানে শান্তিপূর্ণ সংহতি বিক্ষোভ পরিচালনা করে। ২০ জুলাই আমিরাতের অ্যাটর্নি জেনারেল বিক্ষোভের তদন্তের ঘোষণা দেন। এর ঠিক একদিন পর আবুধাবির ফেডারেল আপিল আদালত বিক্ষোভের দায়ে দোষী সাব্যস্ত করে ৫৭ জনকে সাজা প্রদান করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password