রাত পোহালেই পত্নীতলায় ভোট, ৭৪ কেন্দ্রর ৩৪ টি ঝুঁকিপূর্ণ

রাত পোহালেই পত্নীতলায় ভোট, ৭৪ কেন্দ্রর ৩৪ টি ঝুঁকিপূর্ণ

নওগাঁর পত্নীতলায় আগামীকাল বুধবার  ৮ মে সকাল ৮ থেকে প্রথম ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের লক্ষ্যে ভোট গ্রহন শুরু হবে।

এ  নির্বাচনে ৩ টি পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে  উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী ঘোড়া প্রতীক এবং সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব  আব্দুল গাফ্ফার মোটরসাইকেল প্রতীক নিযে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে  মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাবিনা বেগম কলসি প্রতীক এবং সদ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক খাদিজাতুল কোবরা মুক্তা হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক  আব্দুল আহাদ টিউবওয়েল, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ চৌহান তালা ও  মিজানুর রহমান টিয়া পাখি পতীক  নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জয়ের ব্যপারে সকল প্রার্থীই আশাবাদী ভোটাররা যাকে সর্বোচ্চ ভোটি দিবেন তিনিই হবেন বিজয়ী।  সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,  নির্বাচনী সকল প্রক্রিয়া শেষে কাল সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের  মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে । উপজেলায় ১ টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২০১৯২০ জন এর  মধ্যে পুরুষ ভোটার ১০০৮৯০ জন  মহিলা ভোটা ১০১০৩০ জন। ৭৪ টি ভোট কেন্দ্রে ৫৪২ টি কক্ষে ভোট গ্রহন হবে।

পত্নীতলা উপজেলা নির্বাচন অফিসার জাহিদুর রহমান জাহিদ বলেন ভোট গ্রহনের সকল প্রস্তুতি সু সম্পন্ন করা হয়েছে আশা করছি সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন ৭৪ টি কেন্দ্রের মধ্যে ৩৪ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ।  আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে । কোন রকম  বিশৃঙ্খলার ঘটনা ঘটলে সাথে সাথেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password