নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ‘আইনশৃংখলা বাহিনীর চাদরে ঘেরা থাকবে নির্বাচনী এলাকা। কেউ কিচ্ছু করতে পারবে না।
ভোট ডাকাতি, ভোট চুরির মতো পূর্বের জিনিসের পূনরাবৃত্তি কোনোদিনও এদেশে আর হবে না। আমরা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে চাই। কে কার প্রার্থী সেটা দেখার বিষয় নয়। জেনারেল আর সৈনিক আমাদের কাছে সমান।’ শুক্রবার বরিশাল জেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রার্থীদের সঙ্গে আচারনণবিধি নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিন এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার আরও বলেন, উপজেলা নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য আমরা কাজ করছি। আমাদের সঙ্গে পুলিশ, র্যাব, আনসার সবাই আছে। কোনো কেন্দ্রে ঝামেলা হলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী এর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবির, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন