রাজধানীসহ সারা দেশে ইসরাইলের হামলায় নারী-শিশুসহ নিহত ও আহত ফিলিস্তিনিদের জন্য মসজিদগুলোতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গাজায় ইসরাইলি দখলদার বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের জন্য সারাদেশের মসজিদে মসজিদে বাদজুমা রাষ্ট্রীয়ভাবে দোয়া করা হয়েছে।
শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়ায় অংশ নেন মুসল্লিরা। তারা সমবেতভাবে নিহত ফিলিস্তিনিদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য দোয়া করেন। এসময় মুনাজাতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা।এদিকে ইসরাইলী বর্বরতার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজের পর দোয়া করেন মুসল্লিরা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খতিব হাফেজ মাওলানা মুফতী মোহাম্মদ রুহুল আমিন।
এ সময় গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে নিহত নাগরিকদের রূহের মাগফিরাতে বিশেষ দোয়া করা হয়। মোনাজাতে ইসরায়েলের হাতে নিহত ফিলিস্তিনিদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন মুসল্লিরা।
অন্যদিকে যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাইতুল আমান (চানবানু) জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আজিজুল ইসলাম কাসেমী জুমার খুতবার আগে সবাইকে রাতে দুই রাকাত নামাজ পড়ে ফিলিস্তিনিদের জন্য দোয়া করার অনুরোধ জানান।
খুতবার পর দুই রাকাত ফরজ নামাজ শেষে মোনাজাতের শুরুতেই তিনি ফিলিস্তিনিদের জন্য দোয়া করেন। এ সময় খতিবসহ মসজিদের মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন। সবাই চোখের জলে নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য আল্লাহর রহমত কামনা করেন। এদিকে ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে শনিবার (২১ অক্টোবর) বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলার পর ইসরায়েলের বেশ কিছু নাগরিককে বন্দি করেছে তারা।
এর জবাবে গাজার শাসক গোষ্ঠীকে ‘মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার’ প্রতিজ্ঞা করে পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল।
টানা প্রায় দুই সপ্তাহ ধরে ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪৭৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ফিলিস্তিনের পশ্চিম তীরে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন