লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী লক্ষ্মীপুর অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। জেলা আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ২১১ ভোট।
নুর উদ্দিন চৌধুরী নয়ন ২০২১ সালের উপ-নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। নয়নের নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপি কাজী শহীদুল ইসলাম পাপুলের স্ত্রী স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম (ঈগল) পেয়েছেন ৯ হাজার ২৮ ভোট।
এই আসনের মোট ভোট কেন্দ্র ১৪৬টি। এর মধ্যে রায়পুর উপজেলায় ৭৯টি এবং সদর উপজেলায় ৬৭টি কেন্দ্র।
রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯ আসনে ব্যালট পেপারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হলেও দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীর সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে। কিছু জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে।
অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোট বাতিল করা হয়েছে কয়েকটি ভোটকেন্দ্রে। জাল ভোট দেওয়ার চেষ্টা করায় কয়েকজনকে গ্রেপ্তার, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) হিসাবে সারা দিনে ভোট পড়েছে ৪০ শতাংশের মতো। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন