জামায়াতের সমাবেশের অনুমতি নিয়ে সিদ্ধান্ত আজ রাতে অথবা সকালে

জামায়াতের সমাবেশের অনুমতি নিয়ে সিদ্ধান্ত আজ রাতে অথবা সকালে

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের জন্য জামায়াতকে এখনো লিখিত কোনো অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ শুক্রবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক ও জামায়াতের প্রতিনিধিদলের প্রধান অ্যাডভোকেট সাইফুর রহমান সাংবাদিকদের এ কথা জানান।

সাইফুর রহমান বলেন, ‘ডিএমপির পক্ষ থেকে জামায়াতকে ঘরোয়া কোনো স্থানে কর্মসূচি পালনের প্রস্তাব দেওয়া হয়েছে। বায়তুল মোকাররম এলাকা বাদে অন্য কোনো স্থানে ঘরোয়া কর্মসূচি পালন করতে চাইলে ডিএমপিকে তা জানাতে বলা হয়েছে। আমরা বিষয়টি জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের জানিয়েছি। তারা এখনো কোনো সিদ্ধান্ত জানাননি।

জামায়াতের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, ‘আমরা এখনো লিখিত অনুমতি পায়নি। তবে, আমাদের আইনজীবী প্রতিনিধিকে ডিএমপির পক্ষ থেকে সমাবেশের স্থান পরিবর্তন করার বিষয়ে জানানো হয়েছে। স্থান কেন পরিবর্তন করবো সেটি তো আলোচনার ব্যাপার।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আমির ডা. শফিকুর রহমানসহ দলের নেতা ও আলেম-ওলামাদের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে গত ৫ জুন জামায়াতের পক্ষ থেকে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচির অনুমতি চেয়ে আবেদন করেছিল জামায়াতে ইসলামী।

অনুমতি না মেলায় ৫ জুনের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে একই স্থানে ১০ জুন সমাবেশ করার সিদ্ধান্ত নেয় জামায়াত। সিদ্ধান্ত অনুযায়ী ১০ জুনের সমাবেশের অনুমতি চেয়ে ৬ জুন ডিএমপির কাছে আবেদনপত্র জমা দেয় দলটি। এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘জামায়াতে ইসলামী সমাবেশের অনুমতি পাবে কি না সে বিষয় সিদ্ধান্ত আজ রাতে অথবা আগামীকাল শনিবার সকালের মধ্যে জানানো হবে।

শুক্রবার রাতে রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) উদ্যোগে সন্ত্রাসবাদ ও উগ্রবাদবিরোধী জনসচেতনতামূলক পথনাটক ‘মুখোশ’-এর প্রদর্শনী দেখা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘আপনারা জানেন জামায়াতের অতীত ইতিহাস রয়েছে। তারা পুলিশের ওপর নানা নির্যাতন করেছে। বিভিন্ন বোমা হামলার ঘটনায় তাদের নাম এসেছে। দীর্ঘদিন তারা প্রকাশ্যে আসেনি। এখন তারা প্রকাশ্যে সভা-সমাবেশ করতে চায়।

তিনি বলেন, ‘জামায়াত সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করেছে। তারা আগামীকাল শনিবার বিকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে চায়। আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে তথ্য চেয়েছি জামায়াত শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে কি না?’

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘আমরা তথ্য পেয়েছি। আজ রাতে আমার সহকর্মীদের নিয়ে বসবো। যদি তাদের সমাবেশের অনুমতি দিই তাহলে সেটা কীভাবে দিতে হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটুকু ঠিক থাকবে সে বিষয় সিদ্ধান্ত নিয়ে আজ রাতেই সিদ্ধান্ত জানানো হবে। অথবা আগামীকাল সকালে এ বিষয় সিদ্ধান্ত দেওয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password