ফের রোববার থেকে ৪৮ ঘণ্টার অবরোধের ডাক বিএনপির

ফের রোববার থেকে ৪৮ ঘণ্টার অবরোধের ডাক বিএনপির

দেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। টানা ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচি শেষে ফের ‘৪৮ ঘণ্টার অবরোধ’ ঘোষণা করেছে বিএনপি। আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে তারা।

এর ধারাবাহিকতায় আগামী রবি ও সোমবার দুই দিন অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান। সেই সঙ্গে আগামীকাল শুক্রবার সারা দেশে দোয়া মাহফিলেরও ঘোষণা দেন তিনি।

চলমান আন্দোলনে বিএনপির নিহত নেতাকর্মীদের জন্য এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এর আগে সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে গত ৩১ অক্টোবর থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিন সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি।

মন্তব্যসমূহ (০)


Lost Password