রাজধানীসহ আশপাশের এলাকায় মৃদ ভূকম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এর উৎপত্তিস্থল রাজধানীর অদূরে গাজীপুরের কালিয়াকৈর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে এ কম্পন অনুভূত হয়। সার্চ ইঞ্জিন গুগলের তথ্য বলছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক ২।
স্থায়ী হয় কয়েক সেকেন্ড। কেঁপে ওঠে ঢাকা-গাজীপুরসহ আশপাশের কয়েকটি এলাকা। এতে, ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে, কোথাও কোন ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ঢাকার এতো কাছে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়ায় প্রাকৃতিক এই দুযোর্গের শঙ্কা বাড়ছে। এর আগে গত ১৪ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন