পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে ২জন গ্রেপ্তার

পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে ২জন গ্রেপ্তার
MostPlay

বিদেশগামী যাত্রীদের কাছ থেকে পুলিশ পরিচয়ে টাকাসহ মালামাল ছিনতাইয়ের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে মানুষকে ভয় দেখিয়ে ছিনতাই করে আসছিল। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাজু (৫২) ও মো. নাজমুল (৫০)। গতকাল বুধবার সকালে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের।

আজ বুধবার (২৭ মার্চ) দুপুরে তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন এ তথ্য জানিয়ে বলেন, ‘কলমিলতা মার্কেটের সামনে থেকে সৌদি আরবগামী এক যাত্রীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার সময় রাজু ও নাজমুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।’ গ্রেপ্তার হওয়া দুজনই পেশাদার ছিনতাইকারী জানিয়ে তিনি বলেন, ‘উভয়ের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তাদের মধ্যে রাজু একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তারা মূলত নিম্নবিত্ত বিদেশগামী যাত্রীদের টার্গেট করত। যারা শ্রমিক হিসেবে কাজের জন্য মধ্যপ্রাচ্যে যান তারাই এদের মূল টার্গেট।’ ওসি বলেন, ‘সকালে আল আমিন নামে একজন সৌদি আরবগামী ব্যক্তি মেডিক্যাল পরীক্ষার জন্য ঢাকায় আসেন। এ সময় পুলিশ পরিচয়ে তাকে একটি সিএনজিতে তোলে রাজু ও নাজমুল। পরে তার কাছে থাকা ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়।

এ সময় আল আমিনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে আটক করে। পরে ৯৯৯-এ ফোন করলে তেজগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে তাদেরকে গ্রেপ্তার করে। এই ছিনতাইকারী চক্রটি সাধারণত ৫০০ বা ১০০০ এমন স্বল্প পরিমাণ টাকা ছিনতাই করত। এর কারণ অল্প টাকা ছিনতাই করলে ভুক্তভোগীরা আর অভিযোগ করত না। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা হয়েছে। তাদের সঙ্গে আরো কোন কোন অপরাধী জড়িত রয়েছে তার তদন্ত চলছে।’

মন্তব্যসমূহ (০)


Lost Password