গুলিস্তানে বিধ্বস্ত ভবন থেকে বের হলো আরও ২টি লাশ

গুলিস্তানে বিধ্বস্ত ভবন থেকে বের হলো আরও ২টি লাশ
MostPlay

গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় আরও দু'জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রাজউকের নথি পাওয়ার পর বিকেলে আন্ডারগ্রাউন্ডে শুরু হয় অভিযান। গ্যাস লাইনের লিকেজ থেকেই বিস্ফোরণ- প্রাথমিক তদন্তে এমনটাই ধারণা র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিটের।

অবশ্য তিতাস বলছে, এখন পর্যন্ত কোথাও গ্যাস লাইনে ত্রুটি পাওয়া যায়নি। ডিএমপি কমিশনার জানান, কথা হয়েছে ভবনের এক বাসিন্দার সঙ্গে, ভুলবশত দু'দিন গ্যাস লাইন চালু থাকার কারণেও ঘটতে পারে বিস্ফোরণ। স্বরাষ্ট্রমন্ত্রী'সহ সবাই এখন চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষায়।

গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কুইন টাওয়ার ভবন থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে। বুধবার (৮ মার্চ) বিকেলে দুইজনের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের মধ্যে একজন মমিন উদ্দিন সুমন (৪৪)। তাৎক্ষণিকভাবে অপরজনের পরিচয় শনাক্ত করা যায়নি।

এর আগে, গতকাল মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা, আরেকটি পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলা বিধ্বস্ত হয়েছে।

বিস্ফোরণে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর পাশাপাশি দুই শতাধিক আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মারা যাওয়া ১৯ জনের মধ্যে ১৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password