এক হাজার টাকার নোট বাতিলের খবর গুজব : অর্থ উপদেষ্টা

এক হাজার টাকার নোট বাতিলের খবর গুজব : অর্থ উপদেষ্টা

এক হাজার টাকার নোট বাতিল হচ্ছে-এ খবর রটানো হলেও এটি গুজব। এ ধরনের সিন্ধান্ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। এক হাজার টাকার নোট বাতিল-এ খবর রটানো হলেও এটি আসলে গুজব বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ।

তিনি বলেন, এ ধরনের সিন্ধান্ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। আজ মঙ্গলবার (২০ আগস্ট) সচিবালয়ে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও কানাডার হাইকমিশনার লিলি নিকলসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এক হাজার টাকার নোট বাতিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এগুলো নিয়ে হ্যাঁ বা না কিছু বলাই ঠিক না। আমরা বলি এটা থাক। এটাতে কোনো অসুবিধা হচ্ছে না। সহজে এগুলোর সিদ্ধান্ত নেওয়া যাবে না।

আপনি কি বলছেন এটি গুজব? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার দিক থেকে কিছু বলিইনি। সুতরাং গুজব আমি বলবো না। এটি বাংলাদেশ ব্যাংকের ব্যাপার। সর্বশেষ জুলাইয়ে চীনের সঙ্গে যে চুক্তিগুলো হয়েছে সেগুলো কি বহাল থাকবে নাকি এগুলো রিভিউ হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেগুলো নিয়ে আলোচনা হয়নি। এটি হাই লেভেলে আলোচনা করবো। আমরা বাতিলও করিনি, কিছু করিনি। এই সিদ্ধান্তগুলো নিয়ে ক্যাবিনেটে আলোচনা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password