আনোয়ার খান মর্ডানে ভুল চিকিৎসায় কিডনি রোগীর মৃত্যু

আনোয়ার খান মর্ডানে ভুল চিকিৎসায় কিডনি রোগীর মৃত্যু

আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভুল চিকিৎসায় কিডনি রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, অর্থের লোভে তড়িঘড়ি করে অপারেশন করাতে গিয়ে রোগীকে ভুল চিকিৎসা দিয়েছেন ডাক্তার আবিদ হোসাইন। ঘটনার পর থেকে পলাতক তিনি।

৫১ বছর বয়সি এনামুল হক রিটনের কিডনিতে পাথর ধরা পড়লে আনোয়ার খান মডার্নে নিয়ে আসেন পরিবারের লোকজন। প্রাথমিক পর্যায়ে চার দিন পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছিলেন ড. নাজনীন।

স্বাজনদের অভিযোগ, ডা. আবিদ রোববার (১ সেপ্টেম্বর) হঠাৎ এসে দ্রুত অপারেশনের কথা জানিয়ে রাত ১১টায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। তবে নির্দিষ্ট সময়ের আগেই সন্ধ্যা ৬টায় রোগীকে ওটিতে নিয়ে অপারেশন করেন ডা. আবিদ। কিছুক্ষণ পর অবস্থার অবনতি হলে এনামুলকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রেখে পালিয়ে যান। পরে তাকে মৃত অবস্থায় পান আইসিইউর দায়িত্বরত চিকিৎসকরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password