যাদের আত্মত্যাগে নতুন এই সরকার তাদের পাশেই নেই অন্তর্বর্তী সরকার। বিশেষ করে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে না বলে দাবি জানিয়েছে ‘সার্বভৌমত্ব আন্দোলন’ নামের একটি সংগঠন। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির বক্তারা এমন মন্তব্য করেন।
আহতরা জানান, হাসপাতালে ধুঁকে ধুঁকে মরছে ক্ষতিগ্রস্তরা। অনেকের কাছে টাকা নেই। চিকিৎসা করাতে গিয়ে অনেকে নিঃস্ব হলেও সরকার তাদের দিকে নজর দিচ্ছে না বলে অভিযোগ আনা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, শত শত আহতদের বিদেশে নেয়া লাগবে। কিন্তু তারা কোনোভাবেই টাকা জোগাড় করতে পারছেন না। বক্তারা দাবি করেন, জুলাই ফাউন্ডেশন গঠন করে অর্থ বরাদ্দের কথা জানানো হলেও আহতরা এখনও টাকা পাননি। এক হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে তা দ্রুত আহতদের কাছে পৌঁছে দেয়ার দাবি তোলে সংগঠনটি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন