অন্তবর্তী সরকারের প্রথম ব্যর্থতা জানালেন হাসনাত আবদুল্লাহ

অন্তবর্তী সরকারের প্রথম ব্যর্থতা জানালেন হাসনাত আবদুল্লাহ

আন্দোলনের সময় আহতদের সুচিকিৎসা এখন পর্যন্ত নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তী সরকারের প্রথম ব্যর্থতা বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (১৬ আগস্ট) ‘স্ট্যান্ড উইথ দ্য ইনজুরড’ কর্মসূচির পরিপ্রেক্ষিতে ঢাকা মেডিকেল এবং বার্ন ইউনিটে আহতদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহতদের সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানিয়ে হাসনাত বলেন, এখনো আহতদের সুচিকিৎসা নিশ্চিত ও হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি। অবিলম্বে তাদের সুচিকিৎসা এবং পূর্ণাঙ্গ তালিকার তৈরি করতে হবে।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে কেউ অনিয়ম করলে তাদের আইনের আত্ততায় আনার আহ্বান জানান তিনি।



মন্তব্যসমূহ (০)


Lost Password