নওগাঁর মান্দার সাগর ওরফে রিমন (২৬) গত (২০ মার্চ) নওগাঁ জেলার পুলিশ সুপারের বডিগার্ড পরিচয়ে ইফতারির জন্য নওগাঁ জেলার ধান-চাল আড়ৎদার সমিতির সচিব শহিদুল ইসলাম এর নিকট থেকে বিকাশের মাধ্যমে ৭,১৪০/- চাঁদা দাবি করলে শহিদুল ইসলাম কোন ধরনের যাচাই-বাছাই না করেই বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করেন।
পরবর্তীতে নওগাঁ জেলা পুলিশ সুপার উক্ত বিষয়টি জানতে পেয়ে জেলার ডিবি টিমের মাধ্যমে তাকে গ্রেফতারের অভিযান শুরু করে। গতকাল গভীর রাতে মান্দা উপজেলা তেতুলিয়া এলাকা থেকে সাগর ওরফে রিমন (২৬) কে ডিবি নওগা কর্তৃক গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৪ টি প্রতারণার মামলা ও ২টি মাদক মামলাসহ অন্তত সাতটি মামলা রয়েছে বলে জানা যায়। সে একজন পেশাদার প্রতারক ও চাঁদাবাজ। পূর্বেও সে পুলিশ পরিচয়ে একাধিক চাঁদাবাজি করেছে মর্মে জানা যায় । তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করছে হয়েছে বলে জানা যায়।
পুলিশ পরিচয়ে অথবা সরকারি অন্য কোন সংস্থার প্রতিনিধি হিসেবে কেউ যদি কারো নিকট চাঁদা দাবি করে তাহলে নিকটবর্তী পুলিশ স্টেশনকে অবগত করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন