কুবিতে চাঁদপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান সম্পন্ন

কুবিতে চাঁদপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান সম্পন্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চাঁদপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। চাঁদপুরের শিক্ষার্থীদের ঐক্য ও সম্প্রীতির প্রতীক হিসেবে এ অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়। শনিবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে সভাপতি মোঃ রাসেল হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল আমিনের নেতৃত্বে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। আলোচনা পর্বে অতিথিরা চাঁদপুর এসোসিয়েশনের কার্যক্রমের প্রশংসা করেন এবং নতুন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

নবীন শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং এ ধরনের আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানান। সভাপতি মোঃ রাসেল হোসেন বলেন, “আমাদের মূল লক্ষ্য চাঁদপুরের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা এবং একে অপরকে সহযোগিতা করা।

নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান আমাদের ঐক্যের নিদর্শন।” সাধারণ সম্পাদক নুরুল আমিন বলেন,"চাদঁপুরের নবীন শিক্ষার্থীরা যেন সংগঠনের সাথে যুক্ত হতে পারে এবং প্রবীণ শিক্ষার্থীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনই ছিল আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। যা সংগঠনের গতিশীলতা বৃদ্ধির সাথে নিজেদের সহযোগিতা এবং ঐক্যের পথ সুগম করবে।" উল্লেখ্য, আনন্দঘন পরিবেশে সাংস্কৃতিক পর্বে চাঁদপুরের ঐতিহ্যবাহী গান, নাচ এবং নাটক পরিবেশন করা হয়। সকল নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের জন্য ছিলো ক্রেস্ট এবং অতিথিদের জন্য ছিলো বিশেষ উপহার।

মন্তব্যসমূহ (০)


Lost Password