অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। আজ সোমবার বিকেল চারটায় প্রধান উপদেষ্টার বাসভবনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
শায়রুল কবির জানিয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্যরা ওই বৈঠকে অংশ নেবেন। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বিএনপির নেতারা ওই বৈঠকে যাচ্ছেন। প্রসঙ্গত, ছাত্র ও গণ–আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন