বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘ভিন্ন ধর্মাবলম্বীদের বাড়িতে, ধর্মীয় উপাসনালয়ে হামলা হচ্ছে। ভিন্ন রাজনৈতিক মতাদর্শের যাঁরা রয়েছেন তাঁদের বাড়িতেও হামলা হচ্ছে। সমর্থন করি না।’ আজ মঙ্গলবার যমুনা টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।গতকাল সোমবার শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সংখ্যালঘু জনগোষ্ঠীসহ, আওয়ামী লীগের নেতা-কর্মী, থানা, পুলিশের ওপর হামলা চলছে।
বঙ্গবন্ধুর ম্যুরালসহ বিভিন্ন স্থাপনা ও ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। গণমাধ্যম কার্যালয়েও ভাঙচুর চলেছে। সারজিস আলম বলেছেন, তাঁদের আন্দোলন কোনো নির্যাতকের বিরুদ্ধে নয়। তাঁরা নির্যাতন প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছেন। তিনি আরও বলেন, ‘ছাত্র সমাজের এই আন্দোলন কোনো নির্যাতকের বিরুদ্ধে নয়। আন্দোলনটি নির্যাতন প্রথার বিরুদ্ধে ।
একজন নির্যাতক গিয়েছে, আরেকজন এসে বসবে সেটা কখনো হতে দেব না ,সমর্থনও করি না। সেই জায়গায় এই প্রচেষ্টা করলে সেগুলো আমরা জানতে পারছি। ব্যবস্থা নেব।’ সারজিস বলেন, ‘ছাত্রসমাজ খুব দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের দাবি জানাবে। খুব দ্রুত যেন নির্বাচন দেওয়া হয়। দেশে যেন ভোটাধিকার প্রয়োগের সুযোগ হয়। তাঁদের মাধ্যমে দেশ চলবে।’
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন