তেলাপোকা মারার স্প্রের বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যু

তেলাপোকা মারার স্প্রের বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যু

রাজধানীর বারিধারায় একটি বাসায় তেলাপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে স্কুলপড়ুয়া দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় বালাইনাশক কম্পানির এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, দুই শিশুর মৃত্যুর ঘটনায় রাতে বালাইনাশক কম্পানির কর্মকর্তা টিটুকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই বাসায় তেলাপোকা মারার বিষ স্প্রে করেছিলেন। ওসি বলেন, এ ঘটনায় নিহত শিশুদের বাবা মোবারক হোসেন তুষার সোমবার রাতে তিনজনকে আসামি করে একটি মামলা করেছিলেন। টিটুকে জিজ্ঞাসাবাদ চলছে।

আসামির সংখ্যা আরো বাড়তে পারে। পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, ওই বাসায় তেলাপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে স্কুলপড়ুয়া দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। তাদের মধ্যে একজন গত রবিবার সকালে এবং অন্যজন রাতে মারা যায়। মৃত শিশু দুটি হলো শায়েন মোবারত জাহিন (১৫) এবং তার ভাই শাহিল মোবারত জায়ান (৯)।

ভাটারা থানার পুলিশ জানায়, এ ঘটনায় গতকাল রাতে নিহত শিশুদের বাবা মোবারক হোসেন বাদী হয়ে ‘দ্য পেস্ট কন্ট্রোল’ নামের প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেন।

ঘটনার প্রাথমিক তদন্ত শেষে ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) শরীফুল ইসলাম বলেন, ‘বাসায় তেলাপোকাসহ অন্যান্য পোকামাকড় নিধনের জন্য অ্যালুমিনিয়াম ফসফাইড ট্যাবলেট ব্যবহার করা হয়েছিল। যেটা থেকে বিষাক্ত গ্যাস তৈরি হয়। সেই গ্যাসের বিষক্রিয়ায়ই পরিবারটি আক্রান্ত হয়। এর বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password