যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে হাসপাতালের বাইরে মিছিল করছেন তার সমর্থকরা। সোমবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাঈদী।
সরেজমিনে দেখা যায়, মৃত্যুর খবর ছড়িযে পড়ার পর তার অনুসারী, ভক্ত সমর্থকরা হাসপাতাল এলাকায় জড়ো হন। এক পর্যায়ে হাসপাতালের ভেতরে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। জামায়াত-শিবির সমর্থকরা হাসপাতালের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করছেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
ঘটনাস্থলে পুলিশের দুটি গাড়ি রয়েছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন তিনি। পরে একই বছরের ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন