সারাদেশে ইন্টারনেট সেবা বিঘ্ন, ধীরগতি থাকবে ইন্টারনেট

সারাদেশে ইন্টারনেট সেবা বিঘ্ন, ধীরগতি থাকবে ইন্টারনেট
MostPlay

সারাদেশে ৫০০ ইন্টারনেট সার্ভিস প্রভাইডার (আইএসপি) পাচ্ছে না ইন্টারনেট সুবিধা। রাজধানী ঢাকাসহ ঢাকার বাইরেও ইন্টারনেটে ধীরগতির অভিযোগ পাওয়া যাচ্ছে। মোবাইল ইন্টারনেটেও ধীরগতি পাচ্ছেন বলে জানিয়েছেন গ্রাহকরা। এই ক্ষতির কারণে ৪০ শতাংশ মানুষ কোনোভাবে ফেসবুক ও ইন্টারনেট ব্যবহার করতে পারছে না।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে আগুনের ঘটনায় ইন্টারনেট বিপর্যয়ের কথা জানান ইন্টারনেট সার্ভিস প্রভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া।

এ সময় তিনি বলেন, যে পরিমাণ ব্যাকআপ সিস্টেম আছে সেটা অপ্রতুল। ফেসবুক ও গুগলের সার্ভার রয়েছে। রবি ডিভাইস আছে। এ ছাড়াও বিভিন্ন ব্যাংকের ব্যাকআপ সার্ভিস রয়েছে। আগামীকাল সমস্যা হতে পারে। যদি ফায়ার সার্ভিস অনুমতি দেয়, তাহলে গুগল সার্ভার আপ করতে সময় লাগবে ঘণ্টাখানেক। আর ফেসবুকেরটা চালু করতে সময় লাগবে ২৪ ঘণ্টা।

মন্তব্যসমূহ (০)


Lost Password