বাংলাদেশি দূতদের সতর্ক থাকতে সরকারের চিঠি

বাংলাদেশি দূতদের সতর্ক থাকতে সরকারের চিঠি

র‍্যাবের মতোই আরও নিষেধাজ্ঞা আসতে পারে বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থা ও ব্যক্তির ওপর। তাই বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত দূতদের সতর্ক থাকতে চিঠি লিখেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এর আগে ১০ ডিসেম্বর ২০২১ সালে র‍্যাবের ওপর আসে মার্কিন নিষেধাজ্ঞা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ব্যক্তি ও সংস্থার উপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন পররাষ্ট্র ও রাজস্ব দপ্তর। মার্কিনীদের পর আসতে পারে যুক্তরাজ্য ও ইইউ'র নিষেধাজ্ঞা।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এমন খবরে সতর্ক সরকার। এ অবস্থায় গেল ৩১ ডিসেম্বর বিদেশে বাংলাদেশি দূতদের সজাগ থাকার নির্দেশ দিয়ে চিঠি দেন, পররাষ্ট্র সচিব।৭ পাতার চিঠিতে মোট ২৪টি ইস্যু তুলে ধরা হয়। চিঠিতে নির্বাচনের আগে বেশ কিছু বিষয়ে বিশেষ নজর রাখার কথা বলা হয়েছে। বৈশ্বিক ও স্থানীয় রাজনীতির দিকেও চোখ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা ইস্যুতে বলা হয়েছে, আগামীতে ব্যক্তি কিংবা সংস্থার ওপর আসতে পারে নিষেধাজ্ঞা। তাই সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান পররাষ্ট্র সচিব। ক্ষতিকর পদক্ষেপ আটকাতে সর্বদা প্রস্তুত থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয় চিঠিতে। সম্প্রতি সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, চলতি বছর সংস্থা হিসেবে র‍্যাব ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে দাবি জানাবে সরকার।

মন্তব্যসমূহ (০)


Lost Password