ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার রাত রাত ৮টা ৪৯ মিনিট ৪৪ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশসহ ভারত, মিয়ানমার ও ভুটান। সোমবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। এতে প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সোমবার (১৪ আগস্ট) রাত ৮ টা ৫০ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এসময় রাজধানীর বিভিন্ন ভবনে থাকা লোকজনের কম্পন অনুভূত হয়।


ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট। সোমবার রাত ৮টা ৪৯ মিনিটের সময় সিলেটজুড়ে এ ভূকম্পন হয়। এদিকে, পরপর দুইবার ভূমিকম্পের ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। অনেকে দ্রুত বাসা-বাড়ির বাইরে চলে যান। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

৫ দশমিক ৫  মাত্রার মাঝারি এক ভূমিকম্প অনুভূত হয়েছে দক্ষিণ এশিয়ার চার দেশ বাংলাদেশ, ভারত, মিয়ানমার ও ভূটানে। সোমবার (১৪ আগস্ট) এই ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের করিমগঞ্জে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও ক্ষয়-ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

মন্তব্যসমূহ (০)


Lost Password