টয়লেটের সেপটিক ট্যাংকে মিললো ৪০ হাজার মার্কিন ডলার। পুলিশের অভিযানে বেরিয়ে আসে বিপুল এই বৈদেশিক মুদ্রা। ঢাকা থেকে চুরি করা ডলারগুলো লুকিয়ে রেখেছিলেন মেহেদী হাসান তামিম নামের এক ইলেকট্রিক মিস্ত্রি। কিন্তু, হয়নি শেষ রক্ষা। ধরা পড়েছে পুলিশের জালে।
ফরিদপুরে ৪০ হাজার মার্কিন ডলার চুরি করে পালিয়েও শেষ রক্ষা হলো না এক চোরের। ভাঙ্গা থানা পুলিশ চোরকে আটক করেছে। পরে চোরের বসতবাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে বৃহস্পতিবার রাতে ডলারগুলো উদ্ধার করা হয়।
অভিযুক্ত মেহেদী হাসান তামিম (২৭) ভাঙ্গা উপজেলার পৌরসভার রায়পাড়া সদরদী গ্রামের মৃত আলতাফ কাজীর ছেলে। এ ঘটনায় একটি চুরি মামলা হয়েছে। এ বিষয় ভাঙ্গা থানার এসআই মনির হোসেন জানান, আসামি মেহেদী হাসান তামিম ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন।
গত ২২ মে ঢাকার একটি বাসায় বিদ্যুতের কাজ করতে যান তিনি। কাজের সুযোগে সেই বাড়িতে রাখা ৪০ হাজার (ইউএস) ডলার চুরি করে পালিয়ে আসেন। পরে বাড়ির মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে তাকে আটক করা হয়। তিনি আরও জানান, তামিমের দেওয়া তথ্য মতে বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকের মধ্যে লুকিয়ে রাখা ডলারগুলো উদ্ধার করা হয়। এ বিষয়ে আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন