নওগাঁর পোরশায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নওগাঁর পোরশায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নওগাঁর পোরশায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে দূর্ঘটনাস্থলেই সুজন বর্মন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এদূর্ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল সারে ৩টার দিকে নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া দিওয়ানা পাড়ার এলাকায়। নিহত সুজন বর্মন গাঙ্গুরিয়া দিওয়ানা পাড়ার মৃত দেবেন বর্মনের ছেলে।

সড়ক দূর্ঘটনায় নিহতের শত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ আলম জানান, সুজন সোমবার দুপূরের খাবার শেষে বিকাল সারে ৩টারদিকে নিজ বাড়ি থেকে বের হয়ে মাঠে কাজ করতে যাচ্ছিলেন। বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় পিছন দিক থেকে একটি দ্রুতগামী মাল বোঝাই ট্রাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে দূর্ঘটনাস্থালেই সুজনের মৃত্যু হয়।

ওসি আরো জানান, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘাতক ট্রাক্টরটিকে আটক করা সম্ভব হয়নি। সংবাদ সংগ্রহকালে আইনানুগ পক্রিয়া চরমান রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password