অনুষ্ঠান করে বিয়ে করা যাবেনা এই এক মাসে

অনুষ্ঠান করে বিয়ে করা যাবেনা এই  এক মাসে

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের দেওয়া বিধিনিষেদের মেয়াদ গত কাল শেষ হলেও করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে না আসলে সরকার গতকাল থেকে ফের ১ মাসের বিধিনিষেধ বাড়ায়। আসছে ১৫ জুলাই পর্যন্ত চলবে চলমান বিধিনিষেধ। চলমান বিধিনিষেধ চলাকালে অর্থাৎ এই এক মাস কোন প্ররকার অনুষ্ঠান করে বিয়ে করা যাবে না।  

আজ বুধবার (১৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক (বিবাহোত্তর অনুষ্ঠান- ওয়ালিমা, জন্মদিন , পিকনিক, পার্টি ইত্যাদি), রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ রাখতে হবে।

 এছাড়াও বিধিনিষেধে সব পর্যটন কেন্দ্র রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়েছে। এ সময়ে খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁ আগের মতো সকাল ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত খাদ্য সরবরাহ করতে পারবে।

তবে স্বাস্থ্যবিধি মেনে সব সরকারিবেসরকারি অফিস খোলা থাকবে। আর ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে স্থানীয় জেলা প্রশাসক জনপ্রতিনিধিদের সঙ্গে মিলে কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে লকডাউনসহ কার্যকর ব্যবস্থা নিতে পারবে।

 

মন্তব্যসমূহ (০)


Lost Password