চুল ঘন ও সিল্কি ঘির ব্যবহার

চুল ঘন ও সিল্কি ঘির ব্যবহার

ত্বকের মতো চুলের যত্নেও নারীরা বেশ তৎপর। ঘন ও সিল্কি সুন্দর চুল সব নারীরই কাম্য। তবে তার জন্য পার্লারে যাওয়াটা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। তাই চাই চটজলদি উপায়, যাতে তাড়াতাড়ি চুলের স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আনা সম্ভব হয়।

এক্ষেত্রে ব্যবহার করতে পারেন ঘি। নিয়মিত ঘি ব্যবহার করলে চুল ঘন ও সিল্কি হবে। তাছাড়া চুলের খুশকি দূর করে চুল ঝলমলে করতেও কাজে দেবে শতভাগ এই ঘি। এবার জেনে নেয়া যাক চুলে ঘি ব্যবহারে কী কী উপকার পাবেন সে সম্পর্কে-

>> ঘি সামান্য গরম করে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। এতে রক্ত সঞ্চালন বাড়বে চুলের গোড়ায়। ফলে চুলের বৃদ্ধি দ্রুত হবে।

>> চুলের গোড়ায় ঘি ম্যাসাজ করুন। এতে খুশকি দূর হবে।

>> এক চা চামচ নারকেলের তেলের সঙ্গে দুই চা চামচ ঘি মিশিয়ে চুলে লাগান। আধা ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুল হবে ঘন ও সিল্কি।

>> আমলকী ও পেঁয়াজের রসের সঙ্গে ঘি মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ম্যাসাজ করুন। এতে নতুন চুল গজাবে। পাশাপাশি চুল হবে উজ্জ্বল ও ঝলমলে।

>> চুল অকালে পেকে যাওয়া রোধ করতেও কার্যকর ঘি।

>> আর্দ্রতার অভাবে চুল নিস্তেজ হয়ে যায়। হেলদি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ঘি ম্যাসাজ করুন চুলে। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। চুল হবে ঝলমলে।

মন্তব্যসমূহ (০)


Lost Password