চুল সিল্কি রাখার সহজ দুই ঘরোয়া উপায়

চুল সিল্কি রাখার সহজ দুই ঘরোয়া উপায়

ত্বকের মতো চুলের যত্নেও নারীরা বেশ তৎপর। সিল্কি সুন্দর চুল সব নারীরই কাম্য। তবে র জন্য পার্লারে যাওয়াটা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। তাই চাই চটজলদি উপায়, যাতে তাড়াতাড়ি চুলের স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আনা সম্ভব হয়।এক্ষেত্রে বিশেষ দু’টি ঘরোয়া পদ্ধতি বেশ কাজ দেবে। চলুন জেনে নেয়া যাক সেই পদ্ধতি দুটি সম্পর্কে-

মধুর সঙ্গে পেঁয়াজের রস: আধ কাপ পেঁয়াজের রসের সঙ্গে এক টেবিল চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণ তেলের মতো করে নিয়মিত মাথায় মালিশ করুন। মধুর জন্য একটু চটচটে আঠালো ভাব অনুভূত হলেও তা ভালো ফল দেবে। এই মিশ্রণ ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে নিন। মুহূর্তেই পেয়ে যাবেন ঝলমলে চুল।

শ্যাম্পুর সঙ্গে পেঁয়াজের রস: অনেকেই তেল মাখা পছন্দ করেন না, বা সময়ের অভাবে শ্যাম্পু করার আগে কোনো প্যাক বা ট্রিটেমেন্ট করতেও পারেন না। সেক্ষেত্রে চুল সিল্কি করার আরও একটি ঘরোয়া ও সহজ উপায় হল শ্যাম্পু করার সময় পেঁয়াজরস ব্যবহার করা।

আধা কাপ পেঁয়াজরসের সঙ্গে পছন্দের শ্যাম্পু মিশিয়ে নিন। এবার চুল ভালো করে ভিজিয়ে এই শ্যাম্পুর মিশ্রণটি চুলের গোড়া ও লম্বা চুলে লেপে লেপে মালিশ করুন। মিনিট পাঁচেক রেখে ধুয়ে নিন। এই ভাবে দু’ বার করে চুল ভালো করে ধুয়ে ফেলুন। আর পেয়ে যান ঝলমলে সিল্কি সুন্দর চুল। কিছুদিন অন্তর অন্তর করলে ভালো ফল পাওয়া যাবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password