ভয়াবহ অগ্নিকান্ডের ৮ম বার্ষিকীতে জুরাইন কবরস্থানে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধাঞ্জলী

ভয়াবহ অগ্নিকান্ডের ৮ম বার্ষিকীতে জুরাইন কবরস্থানে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধাঞ্জলী

 তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকান্ডের ৮ম বার্ষিকীতে জুরাইন কবরস্থানে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধাঞ্জলীতে একজন রিপোর্টার ও একজন ফটো সাংবাদিক প্রেরণ প্রসঙ্গে।

আগামীকাল ২৪ নভেম্বর ২০২০ইং মঙ্গলবার সকাল ৯ টায় জুরাইন কবরস্থানে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আশুলিয়া নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকান্ডের ৮ম বার্ষিকীতে জুরাইন কবরস্থানে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। এতে নেতৃত্ব দিবেন সংগঠনের সভাপতি মোঃ বাহারানে সুলতান বাহার।

অতএব, উক্ত কর্মসূচির সচিত্র সংবাদ সংগ্রহের জন্য আপনার বহুল প্রচারিত জাতীয় দৈনিক/ইলেকট্রিক মিডিয়া/অনলাইন মিডিয়া থেকে একজন রিপোর্টার ও একজন ফটো সাংবাদিক প্রেরণ করার জন্য বিনীত অনুরোধ করছি।

ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ৮ বছর পূর্তিতে। ২০১২ সালের ২৪ নভেম্বর এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নির্মমভাবে নিহত হন ১১১ পোশাকশ্রমিক। আহত হন ১০৪ জন।

নিহতদের মধ্যে ভবনের তৃতীয় তলায় ৬৯, চতুর্থ তলায় ২১, পঞ্চম তলায় ১০, পরবর্তীতে বিভিন্ন হাসপাতালে মারা যান ১১ জন। লাশ শনাক্ত হওয়ায় ৫৮ জনকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বাকি ৫৩ জনের লাশ অজ্ঞাত হিসেবে দাফন করা হয় জুরাইন কবরস্থানে।

মন্তব্যসমূহ (০)


Lost Password