টংঘর থেকে সাততলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে বিআইডব্লিউটিএ

টংঘর থেকে সাততলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে বিআইডব্লিউটিএ

রাজধানীতে নদীর তীরে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিজান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। টংঘর থেকে ৭তলা ভবন সবই গুঁড়িয়ে দিচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কতৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

সোমবার (১৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিআইডব্লিউটিএ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে রাজধানীর শ্যামবাজার থেকে শুরু করে ফরাশগঞ্জ পর্যন্ত এ উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। এসময় টংঘর, টিনশেড বিল্ডিং, একতলা আধা-পাকা দোকান, একতলা গোডাউন এবং সাত তলা ভবনসহ প্রায় ৪০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে জরিমানা করা হয় ২৪০০ টাকা।

তবে ভবন মালিকদের অভিযোগ, সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন জায়গার স্থাপনাও গুঁড়িয়ে দিচ্ছে বিআইডব্লিউটিএ। অভিযোগকারীরা বলেন, অবৈধভাবে ব্যক্তি মালিকানাধীন স্থাপনা গুড়িয়ে দেওয়ায় বিআইডব্লিউটিএ-কে জরিমানা দিতে হবে। অনথ্যায় আদালতে মামলা করা হবে বলেও জানান আদি ঢাকার ভবন মালিকরা।

এদিকে বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক গুলজার আলী বলছেন, ম্যাপ দেখেই অভিযান পরিচালনা করা হচ্ছে। শুধু নদীর জায়গায় যেসব স্থাপনা গড়ে তোলা হয়েছে সেইগুলোই উচ্ছেদ করা হচ্ছে। এ উচ্ছেদ অভিজান চলমান থাকবে বলেও জানান তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password