সমস্যা নিয়েই চলতে হবে

সমস্যা নিয়েই চলতে হবে

কোন মানুষের জীবণে সমস্যা নেই তা বলা যাবেনা । একেক জনের সমস্য একেক রকম । কারো শারীরিক সমস্যা, কারো মেধার সমস্যা, কারো টাকা পয়সার সমস্যা কারো পারিবারিক সমস্যা এরকম বিভিন্ন ধরনের সমস্যা থাকে এবং থাকবেই । এ সমস্যাগুলো নিয়ে চলাই জীবণ । যে মানুষ এ সমস্যাগুলো নিয়ে থেমে থাকেনা তা মোকাবেলা করে, সাহস নিয়ে সামনে এগিয়ে যায় সে তত সফল একজন মানুষ । তবে এ সমস্যাগুলোকে ক্যাটাগরি অনুযায়ী কয়েকটি ভাগে ভাগ করা যায় । যেমনঃ১। পারিবারিক সমস্যা, ২। সামাজিক সমস্যা ৩। ব্যক্তিগত সমস্যা । আরো অনেক ধরনের সমস্যা থাকে যা তালিকা করলে অনেক লম্বা হবে । 

সমস্যা থাকবে, সমস্যা আসবে, সমস্যা নিয়েই জীবণ অতিবাহিত হবে এবং এটাই স্বাভাবিক । কিন্তু তার জন্য সমস্যাকে নিয়ে নিজের জীবণকে স্থবির করলে হবেনা বা হতাশার মধ্যে থাকলে হবেনা । সাহস, বিশ্বাস ও আস্থা নিয়ে সামনে  এগুতে হবে তবেই হবে জীবণ সুন্দর । আমার কথাই বলি, আমি একজন মানুষ আমার সব ধরনের সমস্যা নিয়েই আমার জীবণ । নিজের সমস্যা, সন্তানের সমস্যা, পরিবারের সমস্যা, সামাজিক সমস্যা নানা সমস্যা, তাই বলে কি জীবণ থেমে আছে? জীবণ কিন্তু জীবণের মত করে চলে যাচ্ছে । দিন রাত সব কিছুই কোন সমস্যার জন্য থেমে নেই । প্রকৃতির কথা আমরা চিন্তা করতে পারি । ঝড়, বৃষ্টি, খরা, জলোচ্ছাস, ভূমিকম্প আরো কত সমস্যা, তারপরও দিন ও রাত্রী তাদের নিয়মেই চলছে । এক সেকেন্ডও থেমে নেই । আমাদের জীবণও এভাবে চলে যাচ্ছে । 

তাই সমস্যাকে নিয়েই জীবণ চালাতে হবে এবং এভাবেই নিজের সাহস ও মেধাকে কাজে লাগিয়ে জীবণকে সুন্দর ও সমৃদ্ধ করতে হবে । এ জীবণ তোমার, অন্য কারো নয় তাই সমস্যাও তোমার, সুতরাং তোমার সমস্যাগুলো তোমাকেই সমাধান করতে হবে । কেউ তোমার জীবণের সমস্যার সমাধান করে দিবেনা । সমস্যা মানে শেষ নয় বরং নতুনের শুরু এভাবে চিন্তা করতে হবে এবং মনে রাখতে হবে যে, সমস্যা আছে যেমন, সমাধানও আছে ঠিক সেরকম । জীবণ ফুলের মত সুন্দর হোক সবারই । 

মন্তব্যসমূহ (০)


Lost Password