বইমেলার উদ্বোধনে প্রধান আকর্ষণ বঙ্গবন্ধুর বই

বইমেলার উদ্বোধনে প্রধান আকর্ষণ বঙ্গবন্ধুর বই

আর মাত্র দুই দিন পর আগামী ১৮ মার্চ অমর একুশে বইমেলার উদ্বোধন হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন বিকেল ৩টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বইমেলার উদ্বোধন করবেন।

এবারের অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ বাংলা একাডেমি প্রকাশিত বঙ্গবন্ধুর লেখা ‘আমার দেখা নয়া চীন’ বইয়ের ইংরেজি অনুবাদ ‘নিউ চায়না ১৯৫২’-এর আনুষ্ঠানিক প্রকাশনা। বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মোড়ক উন্মোচন করবেন।

মঙ্গলবার (১৬ মার্চ) বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে অমর একুশে বইমেলা উদযাপন কমিটির সদস্য সচিব জালাল আহমেদ এ তথ্য জানান।

তিনি জানান, বাংলা একাডেমি প্রকাশিত জাতির জনকের লেখা কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়া চীন বই দুটো বইমেলায় এর আগে রেকর্ড সংখ্যক কপি বিক্রি হয়েছে। অতীতের মতো এবারো ইংরেজি অনুবাদ করে বইটি পাঠক মহলে ব্যাপক সাড়া জাগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

১৮ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। শুভেচ্ছা বক্তব্য রাখবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফিন। বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখবেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

মন্তব্যসমূহ (০)


Lost Password