রাতে বসলেন হাইকোর্ট,দুই বোন ঢুকলেন পৈতৃক বাড়িতে

রাতে বসলেন হাইকোর্ট,দুই বোন ঢুকলেন পৈতৃক বাড়িতে

রাতে আবারও হাইকোর্ট বসলেন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার রাত সোয়া ৭টায় এক আদেশে দুই বোনকে পুলিশ পাহারায় পৈতৃক বাড়িতে ঢোকার ব্যবস্থা নিতে গুলশান থানার ওসিকে নির্দেশ দেন।

এ নির্দেশ মেনে পুলিশ বিমানচালক মরহুম মোস্তফা জগলুল ওয়াহিদের দুই মেয়ে মুশফিকা মোস্তফা ও মোবাশ্বেরা মোস্তফাকে রাতেই রাজধানীর গুলশান ২ নম্বরে (৯৫ নম্বর রোডের ৪ নম্বর বাড়ি) তাঁদের পৈতৃক বাড়িতে ঢোকার ব্যবস্থা করেছে। একই সঙ্গে তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

এর আগে গত ৪ অক্টোবর রাতে আদালত বসিয়ে ধানমণ্ডিতে সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কে এস নবীর দুই পৌত্রকে বাড়িতে তুলে দিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. জাকির হোসেন। বরিশালের বাকেরগঞ্জের চার শিশুকে জামিন দিয়েছিলেন উচ্চ আদালত।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান জানান, দুই বোনকে বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না—এ নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে আদালত এ আদেশ দেন। 

আগামী ১ নভেম্বর পর্যন্ত বাড়িটির সামনে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে দুই বোনের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিতে গুলশান থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আগামী ১ নভেম্বর সকাল সাড়ে ১০টায় দুই বোন মুশফিকা ও মোবাশ্বেরা এবং মরহুম মোস্তফা জগলুল ওয়াহিদের স্ত্রী দাবি করা আঞ্জু কাপুরকে নিয়ে গুলশান থানার ওসিকে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে আদালতের আদেশ প্রতিপালনের বিষয়ে লিখিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। 

আদালতের এ আদেশের বিষয়টি রাতেই গুলশান থানার ওসিকে টেলিফোনে অবহিত করেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান। পরে রাতেই দুই বোনকে বাড়িতে ঢোকার ব্যবস্থা করে গুলশান থানার পুলিশ।

মন্তব্যসমূহ (০)


Lost Password