প্রতিদিন পাঁচ হাজার মানুষের খাবারের ব্যাবস্থা করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

প্রতিদিন পাঁচ হাজার মানুষের খাবারের ব্যাবস্থা করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

গত রবিবার রাতে (০৪-০৭-২০২১) ডিএমপির মিডিয়া সেন্টার থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত কয়েকদিন ধরে সরকার ঘোষিত বিধিনিষেধের ফলে এই সময়ে খাদ্যাভাবে পড়েছে ছিন্নমূল, পথশিশু, সুবিধাবঞ্চিত, দিনমজুর, অসহায় মানুষেরা। তাই এইবার খাদ্য সহায়তা নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামীকাল থেকে টানা সাত দিন এই সহায়তা করবে নগর পুলিশ।

ডিএমপি জানিয়েছে, সরকার ঘোষিত এই বিধি-নিষেধের মধ্যে প্রতিদিন পাঁচ হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করবে ঢাকা মহানগর পুলিশের ৫০টি থানা। প্রতিদিন ছিন্নমূল, পথশিশু, সুবিধাবঞ্চিত, দিনমজুর, অসহায় মানুষেরা এ খাদ্য সহায়তা পাবেন। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এর নির্দেশে আগামী সাত দিন ডিএমপির আওতাধীন ৫০টি থানা এলাকায় একযোগে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এই খাবার বিতরণ করা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password