ভারত হতে ৬টি পেট্রোল বোট কিনছে মৎস্য সম্পদ অধিদপ্তর।

ভারত হতে ৬টি পেট্রোল বোট কিনছে মৎস্য সম্পদ অধিদপ্তর।

কলকাতার Garden Reach Shipbuilders and Engineers Ltd. (GRSE) শিপইয়ার্ডে তৈরী ৬ টি পেট্রোল বোট বাংলাদেশের মৎস সম্পদ অধিদপ্তরের কাছে বিক্রি করতে যাচ্ছে ভারত। এই বোটগুলো দ্বারা মৎস সম্পদ অধিদপ্তর উপকূলীয় অঞলের অবৈধ মৎস শিকার রোধ এবং টহল বৃদ্ধি করবে।

উল্লেখ্য যে, এটি কোন সামরিক কেনাকাটা নয়৷ ভারত বার বার ভারত থেকে সামরিক সরঞ্জাম ক্রয়ের জন্য নানান কৌশল অবলম্বন করলেও বাংলাদেশের পক্ষ থেকে কোন সাড়া পায়নি। তারপরও অবৈধ মৎস্য শিকার রোধে এই বোটগুলি ক্রয় করছে মৎস্য সম্পদ অধিদপ্তর।

মন্তব্যসমূহ (০)


Lost Password