বিএনপি নেতাকে চিরবিদায় জানালেন বেলজিয়াম প্রবাসীরা

বিএনপি নেতাকে চিরবিদায় জানালেন বেলজিয়াম প্রবাসীরা

শ্রদ্ধা আর চোখের জলে বেলজিয়াম বিএনপির যুগ্ম সম্পাদক মরহুম জসিম উদ্দীন মোল্লাকে বিদায় জানালেন বেলজিয়াম প্রবাসীরা। স্থানীয় সময় বিকেল ৩টায় দেশটির ভারভিয়াস শহরের কবরস্থানে তাকে দাফন করা হয়।

বেলজিয়াম বিএনপির যুগ্ম সম্পাদক মরহুম জসিম উদ্দীন মোল্লার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি বেলজিয়াম শাখা। দেশটির বিএনপির পক্ষ থেকে সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান লিটন বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু, যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া কামাল হোসেন পাটোয়ার, হাবিবুল হাসান সোহাগ, মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বেলজিয়াম বিএনপির নেতারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

কোরআন থেকে তিলাওয়াত করেন মোহাম্মদ উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন বেলজিয়ামের ভারভিয়াস শহর থেকে তপন রায়, মানিক মিয়া, মাহফুজ সিকদার, মুজিবুর রহমান, মো. সেলিম, মোহাম্মদ আবদুল্লাহ, দেলোয়ার হোসেন, মোহম্মদ ইমরুল, রহমান জিয়াউর, ইলিয়াস হোসেন, মোরশেদ, আশরাফ প্রমুখ।

২৮ জানুয়ারি বেলজিয়ামের ভারভিয়াস হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার স্ত্রী দুই ছেলে দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।বেলজিয়াম বিএনপি দল গঠনের সূচনালগ্ন থেকে জসিম উদ্দিন মোল্লা সঙ্গে যুক্ত ছিলেন। একটি সমৃদ্ধ বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারে জন্ম তিনি কুমিল্লা মেঘনা উপজেলার কৃতি সন্তান।

এদিকে জসিম উদ্দীন মোল্লার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের বিএনপির নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্যসমূহ (০)


Lost Password